বিদ্যুৎ বিল নির্ণয় | বাসা বাড়ির বিদ্যুৎ বিলের হিসাব | পল্লী বিদ্যুৎ ইউনিট রেট ২০২২

আপনারা সবাই এখন অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করছি। তার মধ্যে সব থেকে অন্যতম হলো বিদ্যুৎ ও মোবাইল। আমরা বেসির ভাগ লোক বিদ্যুৎ নির্ণয় সম্পর্কে কিছুই জানি না। এখন বিদ্যুৎ এর বিল যদি ধারনার থেকে বেশি আশে তখন আমরা সেটা মেনে নিতে পারি না। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি একটি সঠিক হিসাব করে আপনার বাসায় কত টাকার বিদ্যুৎ খরচ করেছেন সেটা জানতে পারেন। কিন্তু বিদ্যুৎ বিল হিসাব করার আগে আপনার কিছু জিনিস শিখে রাখতে হবে। এখন আমরা বাসা বাড়ির বিদ্যুৎ বিলের হিসাব ও বিদ্যুৎ বিল নির্ণয় জেনে নিই।


১০০০ ওয়াট সমান কত কিলোওয়াট


1000W (ওয়াট) = 1KW (কিলোওয়াট)

1kwh = 1 Unit (K x W x H= কিলো x ওয়াট x আওয়ার)

1HP = 746 Watt

h = time in hour

kw কে সময় (ঘন্টায়) দিয়ে গুন করতে হবে তাহলে গুন ফর ইউনিট হবে।

Power, P = √3VIcosϕ (Three phase)
Power, P = VIcosϕ (Single phase)


বিদ্যুৎ বিল নির্ণয় করার নিয়ম


আমাদের আগে জানতে হবে কোন ডিভাইস কত ওয়াটের। যেমন বাসা বাড়ি বা অফিসে আমরা যে ধরনের লোড (লোড = লাইট,ফ্যান,টিভি,ফ্রিজ,মোটর ইত্যাদি) ব্যবহার করি। লোড কে আমরা সাধারণত ওয়াট হিসাবে চিনি, যেমন- লাইট  ৬০ ওয়াট, ফ্যান ৮০ ওয়াট ইত্যাদি। কোনটি কত ওয়াট এর এটি জেনে নিতে হবে।

লাইট, ফ্যান, ল্যাপটপ, টেলিভিশন বা টিভি, রেফ্রিজারেটর, আয়রন, ডেস্কটপ কম্পিউটার, এসি, মোটর পাম্প বা পানির পাম্প কত ওয়াট


মোটর পাম্প =০.৫ থেকে ৩ হর্স পাওয়ার (হর্স=ঘোড়া)

এসি = ১০০০-৪০০০ ওয়াট

ডেস্কটপ কম্পিউটার = ৬০-৩০০ ওয়াট

আয়রন = ৩০০-১০০০ ওয়াট

রেফ্রিজারেটর = ৬০-২২০ ওয়াট

টেলিভিশন = ১৫-৬০ ওয়াট

ল্যাপটপ = ২০-৮০ ওয়াট

ফ্যান সাধারণত = ৪০-৮০ ওয়াট

লাইট সাধারণত = ০৫-১০০ ওয়াট


নিচ্চয় উপরের লোডের মধ্যে কোন না কোন টি লোড আপনারা ব্যবহার করে ন এবং সেটার ওয়াট কত দেওয়া আছে সেটা আপনাকে জানতে হবে।

বিদ্যুতের লোডের হিসাব


যদি কোন লোডের গায়ে W লেখা থাকে। যার মান এখানে W = Watt (ওয়াট)

যদি কোন লোডের গায়ে 1HP লেখা থাকে তাহলে 1HP = 746 watt, যদি 2HP থাকে তাহলে ২ গুন ৭৪৬ = ১৪৯২ ওয়াট,  হিসাব করে নিতে হবে।

W কে KW নিতে হবে অর্থাৎ w কে ১০০০ দিয়ে ভাগ করে কিলোওয়াট নিতে হবে।

Kw কে সময় (ঘন্টা) দিয়ে গুন করে ইউনিট বের করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ