ইসলামী ব্যাংক স্যালারি লোন |
ইসলামি ব্যাংক লোন পদ্ধতি অনেক সহজ হলেও আপনাকে জেনে বুঝে নিতে হবে। ইসলামি ব্যাংক অনেক কিছু বিষয় এর উপর লোন দিয়ে থাকে। তার মধ্যে একটি হলো - ইসলামী ব্যাংক স্যালারি লোন। এই লোন টি নেওয়ার জন্য আপনাকে একজন চাকরিজীবি হতে হবে। যেখান থেকে প্রতি মাসে আপনাকে বেতন দেওয়া হয়। আপনারা যারা ইসলামী ব্যাংক স্যালারি লোন নিতে চান, তাদের আগে জানা প্রয়জন যে, ইসলামি ব্যাংক স্যালারি লোন কি?
ইসলামী ব্যাংক স্যালারি লোন কি?
আপনারা এখন সকলে মনে মনে ভাবছেন যে, ইসলামী ব্যাংক স্যালারি লোন কি? এবং তা সম্পর্কে সঠিক তথ্য জানতে চাই। আমি তো আছি আপনাদের মনের কথা জানানোর জন্য। নিমন্নে ইসলামী ব্যাংক স্যালারি লোন কি? তা দেওয়া হলো।
ইসলামী ব্যাংক আপনাকে আপনার বেতনের উপর বেতন লোন দেয় তাকে স্যালারি লোন বলে। আপনি যদি বেতনভূক্ত কর্মচারী হন তবে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারেন। সহজ কথা হলো, আপনি এক চাকরি করেন এবং চাকরি স্থল থেকে মাসে মাসে বেতন পান, তাহলে আপনি এই লোন টি নিতে পারবেন। নিম্নে ইসলামি ব্যাংক স্যালারি লোন নেওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে তা দেওয়া হলো।
স্যালারি লোনের জন্য আবেদনের সর্বনিম্ন বয়স
ইসলামী ব্যাংক স্যালারি লোনের জন্য আপনার বয়স প্রযোজ্য হবে সর্বনিম্ন ২২ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর। সর্বোচ্চ ৬০ বছর ধরা হয় মেয়াদ শেষ হওয়ার সময় পর্যন্ত। সহজ কথা হলো, আপনি যখন ইসলামি ব্যাংক স্যালারি লোনের জন্য আবেদন করবেন। সেই সময়ের বয়স থেকে আপনার লোন পরিশোধ এর সময় সেস এর দিন ৬০ বছর এর মধ্যে থাকতে হবে। নিম্নে ইসলামী ব্যাংক স্যালারি লোন এর জন্য মাসিক বেতন কত হতে হবে তা দেওয়া হলো।
ইসলামী ব্যাংক স্যালারি লোন এর জন্য মাসিক বেতন কত হতে হবে?
আপনি এখন ভাবছেন ইসলামী ব্যাংক স্যালারি লোন নিতে হলে মাসিক বেতন কত হতে হবে? আপনার এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিতেছি। আমি তো আছি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ইসলামী ব্যাংক স্যালারি লোনের আবেদন করতে হলে আপনাকে সর্বনিম্ন 30,000 টাকা বেতন এর চাকরি করতে হবে। বাহ! আপনরা তো সব কিছুই জেনে নিলেন। এখন নিম্নে আমরা জানবো ইসলামী ব্যাংক স্যালারি লোনের বৈশিষ্ট্য।
ইসলামী ব্যাংক স্যালারি লোন এর বৈশিষ্ট্য
- সর্বনিম্ন ঋণের পরিমাণ 2,00,000 /
- এবং সর্বোচ্চ 20,000,000 /
- কোন জামানত নেই
12 থেকে 60 মাসের জন্য সহজ মাসিক কিস্তি (ইএমআই)
ইসলামী ব্যাংক স্যালারি লোন এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র
লোন নেওয়ার জন্য আপনাকে ব্যাংকের নিয়মে কিছু ডুকুমেন্ট জমা দেওয়া লাগে। যেমন-
- গত 12 মাসের ব্যাংক বিবৃতি (বেতন অ্যাকাউন্ট)
- স্যালারি সার্টিফিকেট / চিঠির ভূমিকা
- পে স্লিপ
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- ফটো
- বিদ্যুৎ বিলের ফটোকপি
- ই টিন ( 5 লক্ষ টাকার বেশি লোনের জন্য)
- গ্যারান্টর
- 2 জন রেফারেন্স
0 মন্তব্যসমূহ