সোনালী ব্যাংক ডিপিএস কি: সোনালী ব্যাংক ডিপিএস খোলার নিয়ম

ডিপিএস এর বাংলা শব্দ হলে সঞ্চয়। সোনালী ব্যাংক ডিপিএস হলো আপনি একটি অ্যাকাউন্ট খুলে নির্দিষ্ট সময় পর পর টাকা জমা করে রেখে তা এক সময়ে কিছু পরিমানে লাভ সহ আসল টাকা উত্তলন করা। প্রতিটি ব্যাংকের ডিপিএস খোলার কিছু নিয়ম কানুন রয়েছে। সোনালী ব্যাংক ডিপিএস খোলার নিয়ম হলো যে টাকা জমা করবে তার নামে আগে অ্যাকাউন্ট খোলা, তারপর সে ব্যাক্তি কত বছর এবং মাসে কত টাকা জমা করবে তা নির্ধারণ করা এবং টাকা জমার পরিমান হিসেবে কত টাকা লাভ পাওয়া যাবে তা জানা যাবে


সোনালী ব্যাংক ডিপিএস খোলার নিয়ম
সোনালী ব্যাংক ডিপিএস খোলার নিয়ম

সোনালী ব্যাংক ডিপিএস খোলার নিয়ম কি? এই বিষয়ে এই পোস্ট এ আজকে আলোচনা করবো। আমি নিজে সোনালী ব্যাংক ডিপিএস অ্যাকাউন্ট খুলেছি, তাই এই বিষয়ে আমি আপনাদের ভালো ভাবে জানাতে পারবো।


সোনালী ব্যাংক লিমিটেড মোট ১১টি সোনালী ব্যাংক ডিপিএস পদ্ধতি চালু রেখেছে। সোনালী ব্যাংক ডিপিএস সংক্ষেপে SBMS নামে পরিচিত। ৩ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ২০ বছর মেয়াদী ডিপিএস রয়েছে যেগুলোর আপনি আপনার ইনকাম শুরু হলে করে নিতে পারেন।

সোনালী ব্যাংক ডিপিএস খোলার নিয়ম


  • আঠার (১৮) বছর এবং তদূর্ধ্ব বয়সের চুক্তি করার যোগ্যতা সম্পন্ন যে কোন বাংলাদেশী নাগরিক নিজ নামে সোনালী ব্যাংক লিমিটেড এর যে কোন শাখায় এ ডিপিএস খুলতে পারবেন। পিতামাতা বা আইনগত অভিভাবকের সাথে নাবালক বা নাবালিকার নামেও এ ডিপিএস খোলা যাবে।
  • আমানতকারী এবং নমিনীর দুই (২) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
  • ডিপিএস খোলার সময় হিসাধারীর ও নমিনীর জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন পত্র বা জাতীয়তা সনদপত্রের সত্যায়িত কপি প্রদান করতে হবে।

সোনালী ব্যাংক ডিপিএস ২০ বছর


সোনালী ব্যাংক ডিপিএস ২০ বছর
সোনালী ব্যাংক ডিপিএস ২০ বছর

সোনালী ব্যাংক ডিপিএস ২০ বছর সময় কালের জন্য মাসিক কিস্তি ১৯৬০.০০ টাকা, প্রিন্সিপাল ৪৭০৪০০.০০ টাকা, ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা ৫২৯৬০০.০০ টাকা এবং মোট প্রাপ্য ১০,০০,০০০.০০ টাকা। মুনাফার হার ৬.০০% চক্রবৃদ্ধি এবং ডিসেম্বর মাসে প্রদেয়।

সোনালী ব্যাংক ডিপিএস ১৫ বছর


সোনালী ব্যাংক ডিপিএস ১৫ বছর
সোনালী ব্যাংক ডিপিএস ১৫ বছর

সোনালী ব্যাংক ডিপিএস ১৫ বছর সময় কালের জন্য মাসিক কিস্তি ৩২০০.০০ টাকা, প্রিন্সিপাল ৫৭৬০০০.০০ টাকা, ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা ৪২৪০০০.০০ টাকা এবং মোট প্রাপ্য ১০,০০,০০০.০০২০ টাকা। মুনাফার হার ৬.০০% চক্রবৃদ্ধি এবং ডিসেম্বর মাসে প্রদেয়।

সোনালী ব্যাংক ডিপিএস ১৪ বছর


সোনালী ব্যাংক ডিপিএস ১৪ বছর
সোনালী ব্যাংক ডিপিএস ১৪ বছর

সোনালী ব্যাংক ডিপিএস ১৪ বছর সময় কালের জন্য মাসিক কিস্তি ৩৭০০.০০ টাকা, প্রিন্সিপাল ৬২১৬০০.০০ টাকা, ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা ৩৭৮৪০০.০০ টাকা এবং মোট প্রাপ্য ১০,০০,০০০.০০১৫ টাকা। মুনাফার হার ৬.০০% চক্রবৃদ্ধি এবং ডিসেম্বর মাসে প্রদেয়।

সোনালী ব্যাংক ডিপিএস ১২ বছর


সোনালী ব্যাংক ডিপিএস ১২ বছর
সোনালী ব্যাংক ডিপিএস ১২ বছর

সোনালী ব্যাংক ডিপিএস ১২ বছর সময় কালের জন্য মাসিক কিস্তি ৪৫০০.০০ টাকা, প্রিন্সিপাল ৬৪৮০০০.০০ টাকা, ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা ৩৫২০০০ টাকা এবং মোট প্রাপ্য ১০,০০,০০০.০০১২ টাকা। মুনাফার হার ৬.০০% চক্রবৃদ্ধি এবং ডিসেম্বর মাসে প্রদেয়।

সোনালী ব্যাংক ডিপিএস ৮ বছর


সোনালী ব্যাংক ডিপিএস ৮ বছর
সোনালী ব্যাংক ডিপিএস ৮ বছর

সোনালী ব্যাংক ডিপিএস ৮ বছর সময় কালের জন্য মাসিক কিস্তি ৮১৬০.০০ টাকা, প্রিন্সিপাল ৭৮৩৩৬০.০০ টাকা, ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা ২১৬৬৪০.০০ টাকা এবং মোট প্রাপ্য ১০,০০,০০০.০০৮ টাকা। মুনাফার হার ৬.০০% চক্রবৃদ্ধি এবং ডিসেম্বর মাসে প্রদেয়।

সোনালী ব্যাংক ডিপিএস ৫ বছর


সোনালী ব্যাংক ডিপিএস ৫ বছর
সোনালী ব্যাংক ডিপিএস ৫ বছর

সোনালী ব্যাংক ডিপিএস ৫ বছর সময় কালের জন্য মাসিক কিস্তি ৫০০ টাকা, কিংবা ইহার গুনীতক সর্বোচ্চ ১০,০০০ টাকা।
  • সুদের হার: বার্ষিক ৮.৫০ শতাংশ ( চক্রবৃদ্ধি হারে)।
  • কিস্তি প্রদানের তারিখ: প্রতি মাসের ১৬ হইতে ২৫ তারিখের মধ্যে। অগ্রিম কিস্তি জমা দেবার সুবিধা আছে।
  • হিসাব খোলার নিয়মাবলী: ১৮বা তদূর্ধ্ব বয়সের সুস্থ  যে কোন বাংলাদেশী নাগরিক এই হিসাব খুলতে পারবে। হিসাব খোলার সময় গ্রাহকের সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ২কপি সত্যায়িত ছবি লাগবে। নমিনী বাধ্যতামূলক।
  • কিস্তি খেলাপী হলে: নির্দিষ্ট তারিখের মধ্যে মাসিক কিস্তি জমা দানে ব্যর্থ হলে নির্ধারিত ফিসহ পরবর্তী মাসের কিস্তির সঙ্গে খেলাপী কিস্তি জমা দেয়া যাবে।
  • পর পর ২(দুই) মাসের কিস্তি  খেলাপী হলে হিসাবটি: প্রতি ১০০.০০ টাকা কিস্তির প্রতি মাসে সুদ ১.০০ টাকা এবং পুনঃচালুকরণ ফি বাবদ প্রতি বারের জন্য প্রতি ১০০.০০ টাকায় ৫.০০ টাকা এবং ৬মাসের বেশী খেলাপী হলে জরিমানার অতিরিক্ত হিসেবে প্রতি হিসাবে ১০০.০০ টাকা আদায়পূর্বক ব্যবস্থাপকের অনুমোদনসাপেক্ষে হিসাবটি পুনরায় চালু করা যাবে।
  • মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধ করা হলে: হিসাব খোলার ১(এক) বছর পর্যন্ত সময়ের মধ্যে হিসাব বন্ধ করা হলে শুধুমাত্র জমাকৃত মূল টাকা ফেরত দেয়া হবে। হিসাবের মেয়াদ ১(এক) বছরের অধিক কিন্তু ৩(তিন) বছর পর্যন্ত ৫% হারে সরল সুদসহ জমাকৃত টাকা ফেরত দেয়া হবে। হিসাবের মেয়াদ ৩(তিন) বছরের অধিক কিন্তু ৫ বছরের কম হলে ৬% হারে সরল সুদসহ জমাকৃত টাকা ফেরত দেয়া হবে।
  • ঋণসুবিধা: তাৎক্ষণিক নগদায়ন মূল্যের সর্বোচ্চ ৯০% । সুদের হার আমানত হিসাবে প্রদত্ত সুদ হারের ২% উর্দ্ধে।
  • বোনাস সুবিধা: হিসাব খোলার পর থেকে কোন কিস্তি খেলাপী না হলে মেয়াদ পূর্তী শেষে নির্ধারিত হারে বোনাস প্রদান করা হবে।

উপসংহার: আজকের এই পোস্ট সোনালী ব্যাংক ডিপিএস খোলার নিয়ম সম্পর্কে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন। আসা করি কোনো ভুল তথ্য আপনাদের দিতেছি না। এই পোস্টে বানান বা বাক্যে কোনো ভুল থাকলে আমাকে মাফ করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ