তেলাপিয়া মাছ চাষ পদ্ধতি | দেশি তেলাপিয়া মাছ চাষ | মনোসেক্স মাছ চাষ পদ্ধতি

 তেলাপিয়া বা মনোসেক্স মাছ চাষের জন্য পুকুরে ৫-৬ গ্রাম ওজনের পোনা ছাড়া হয়। এর থেকে কম বেশি সাইজেও পোনা ছাড়া হয়। পুকুরে প্রতি শতাংশে এক কেজি পরিমাণ চুন ছিটিয়ে দিতে হবে। এর তিন দিন পরে ১০০ গ্রাম টিএসপি সারের সাথে ৫০ গ্রাম ইউরিয়া মিশিয়ে ছিটিয়ে দিতে হবে। এতে মাছের সাভাবিক বৃদ্ধি হতে থাকবে। সার দেয়ার পর পানির রঙ যখন সবুজ হবে তখন সেখানে তেলাপিয়া বা মনোসেক্স জাতের পোনা ছাড়তে হবে। নিচে আরো বিস্তারিতো জানানো হলো।


হাইব্রিড তেলাপিয়া মাছ চাষ


হাইব্রিড তেলাপিয়া মাছ চাষ উপরের নিয়মে পানি তৈরি করতে হবে। হাইব্রিড তেলাপিয়া মাছ চাষ করা একটি লাভ জনক। কারন হাইব্রিড তেলাপিয়া মাছ অল্প সময়ে অধিক ফলন দিতে পারে। তবে হাইব্রিড তেলাপিয়া মাছ এর বাজার মূল্য তুলোনা মূলক একটু কম। কারন হাইব্রিড তেলাপিয়া মাছ খেতে স্বাধ কম লাগে।

তেলাপিয়া মাছ চাষের খরচ


আজকে আমরা তেলাপিয়া মাছ চাষের গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানবো। তেলাপিয়া মাছ চাষে যা খেয়াল করা জরুরী তা আমাদের মধ্যে অনেকেরই জানা নেই। আমাদের দেশে প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছের চাষ করা হয়ে থাকে। যা আমাদের আমিষ এর চাহিদা মেটাই। তেলাপিয়া মাছকে সঠিকভাবে চাষ করতে পারলে সহজেই লাভবান হওয়া যায়। আমাদের দেশের অনেক মাছ চাষিই তেলাপিয়া মাছ চাষের বিষয়ে সঠিক তথ্য জানেন না। তাই আমাদের প্রয়জন জেনে সুনে তারপর তেলাপিয়া বা মনোসেক্স মাছ চাষ করার।

তেলাপিয়া মাছের খাবার তালিকা


তেলাপিয়া মাছের খাবার তালিকা টি আমরা জেনে নিয়। খাবার ছারা মাছ চাষ কারা যাবে না।  তাই আমাদের তেলাপিয়া বা মনোসেক্স এর সঠিক খাবার তালিকা টি জানতে হবে। এই সময়ে নার্সারি পুকুরে উৎপাদিত ২০ থেকে ২৫ গ্রাম ওজনের পোনা থেকে প্রতি শতকে ২০০ থেকে ২৫০টি হারে পোনা মজুদ করতে হবে। মাছ চাষের পুকুরে প্রাকৃতিক খাদ্যের যাতে কোন অভাব না হয় সেজন্য প্রত্যেক ৭ দিন পরপর শত প্রতি ৪-৫ কেজি গোবর, ২-৩ কেজি মুরগির বিষ্ঠা, ৩৫ গ্রাম ইউরিয়া ও ২০ গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হবে। এ ভাবে খাবার দিলে মাছ ভালো ওজন আসবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ