lal sari poriya konna lyrics | লাল শাড়ি পড়িয়া কন্যা রক্ত আলতা পায় লিরিক্স

 lal sari poriya konna lyrics bangla


লাল শাড়ি পরিয়া কন্যা
রক্ত আলতা পায়

আমার চোখের জল মিশাইলা
নিলানা বিদায়
তুমি ফিরাও চাইলা না একবার
চইলা গেলা হায়
জানি আজ রাতে হইবা পরের
আর ভাইব না আমায়


চান্দের মত মুখটি যখন
ভাসত নয়ন জলে
আদর কইরা মুইছা দিতাম গালে
ঘাটে আইসা পাশে বইসা
জড়াইতো এ বুকে
ভুলব আমি এই কথা কেমনে?


চান্দের মত মুখটি যখন
ভাসত নয়ন জলে
আদর কইরা মুইছা দিতাম গালে
ঘাটে আইসা পাশে বইসা
জড়াইতো এ বুকে
ভুলব আমি এই কথা কেমনে?


তবে ভালো ক্যান বাসিলা
স্বপ্ন কেন দেখাইলা
ভালো ক্যান বাসিলা আমারে?


চার বেহারার পালকি কইরা
যখন গেলা সামনে দিয়া
শেষ দেখাও দিলা না আমারে
ফিরা আইসা দেখবা তুমি
চইলা গেছি জগত ছাড়ি
পাইবা শুধু আমায় স্বপনে


চার বেহারার পালকি কইরা
যখন গেলা সামনে দিয়া
শেষ দেখাও দিলা না আমারে
ফিরা আইসা দেখবা তুমি
চইলা গেছি জগত ছাড়ি
পাইবা শুধু আমায় স্বপনে


তুমি কান্দিয়া ডাকিবা কভু না পাইবা
কান্দিয়া ডাকিবা আমারে
তুমি কান্দিয়া ডাকিবা কভু না পাইবা


কান্দিয়া ডাকিবা আমারে
লাল শাড়ি পরিয়া কন্যা
রক্ত আলতা পায়
আমার চোখের জল মিশাইলা
নিলানা বিদায়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ