অভিমান আমারও তো হয় লিরিক্স | লক্ষ্মীটি লিরিক্স | ami ki tomai khub birokto korchi lyrics

 

ami ki tomai khub birokto korchi lyrics
ami ki tomai khub birokto korchi lyrics
আজকের লিরিক্স টি হলো আমি কি তোমায় খুব বিরক্ত করছি lyrics। লক্ষ্মীটি লিরিক্স টি দেখে আমি খুব সুন্দর গান গাইতে পারি। লিরিক্স টি সুনে আপনারা পারবেন আমি কি তোমায় খুব বিরক্ত করছি গানটি গাইতে। আসুন দেখে নেওয়া যাক ami ki tomai khub birokto korchi lyrics

আমি কি তোমায় খুব বিরক্ত করছি লিরিক্স অনুপম রায়


আমি কি তোমায় খুব বিরক্ত করছি,
বলে দিতে পারো তা আমায় 

হয়তো আমার কোনো প্রয়োজন নেই,
কেন লেগে থাকি একটা কোণায়

তুমি বলে দিতে পারো তা আমায়,
চিঠি লিখবো না ঐ ঠিকানায়

আমারও তো মন ভাঙে,
চোখে জল আসে,
আর অভিমান আমারও তো হয়,

অভিমান আমারও তো হয়,

যদি এই মুঠো ভরা শিউলি ফুল,
যদি এই খুলে রাখা কানের দুল,
লক্ষ্মীটি একবার ঘাড় নেড়ে,
সম্মতি দাও, আমি যাই ছেড়ে

এত কথা বলি,
পাখি হয়ে উড়ে যায় সব ,
তোমাকেই ছুঁতে পারে না

এতবার আসা যাওয়া একই পথ দিয়ে,
কই তোমার তো চোখে পড়ে না

এত কথা বলি,
পাখি হয়ে উড়ে যায় সব ,
তোমাকেই ছুঁতে পারে না

এতবার আসা যাওয়া একই পথ দিয়ে,
কই তোমার তো চোখে পড়ে না 

তাহলে কি আমি কেউ নই,
যেন অজানা ভাষায় লেখা বই,
আমারও তো মনে হয়,
মাঝে মাঝে ছুঁয়ে দেখি,
সুযোগ টা পাচ্ছি কই

আমি সুযোগ টা পাচ্ছি কই,

যদি মুঠো ভরা শিউলি ফুল,
যদি খুলে রাখা কানের দুল,
লক্ষ্মীটি একবার ঘাড় নেড়ে,
সম্মতি দাও, আমি যাই ছেড়ে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ