আমের জুস তৈরির রেসিপি | ম্যাংগো জুস রেসিপি | Mango Juice Recipe

 পাকা আমের জুস খেতে অনেক সুন্দর লাগে।
বাড়িতে তৈরি করার নিয়ম টা আজকে সুন্দর করে লেখলাম।





পাকা আমের জুস তৈরি করতে যা যা লাগবে


আম হাফ কেজি, চিনি ৫/৬ চামচ, পরিমাণ মত ঠান্ডা পানি , লেবুর রস ১ চামচ, লবণ বা বিট লবণ ২/৩ চিমটি।


ম্যাংগো জুস তৈরি রেসিপি 


প্রথমে আমগুলিকে ধুয়ে খোসা ছিলে টুকরা করে রাখুন। 


তারপর আমের সাথে, চিনি, লেবুর রস, লবন, বিট লবন ও পানি মিশিয়ে ব্লেন্ড করে নিন। 


এবার ব্লেন্ডার করার পর যদি আঁশ থাকে ছেঁকে নিন, তৈরি হয়ে গেল আমের জুস, এরপর গ্লাসে জুস ঢেলে পরিবেশন করুন। (বরফ টুকরা মিশিয়ে নিতে পারেন)


খুব সুন্দর ভাবে Mango Juice Recipe টি আপনাদের দেখালাম।
আসা করি আপনাদের আমের জুস তৈরি রেসিপি টি ভালো লেগেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ