আমরা জানি ত্বকের যত্নে পন্ডস ক্রিম সেরা। পৃথিবীর সব দেশের মতো বাংলাদেশের অসংখ্য সৌন্দর্যপ্রেমীদের কাছেও পন্ডস Ponds কম্পানি অতি পরিচিত। পন্ডস কম্পানি মানসম্পন্ন সৌন্দর্য্য পণ্য দিয়ে যুগ যুগ ধরে এদেশের নারী-পুরুষের মন জয় করে চলেছে এই বিশ্বখ্যাত ব্র্যান্ডটি। এখন পন্ডসের মডেলরা সহ সারা বিশ্বের অসংখ্য তারকাদেরও প্রথম পছন্দ পন্ডস ক্রিম Ponds Cream ও পন্ডসের সকল পণ্য। ছেলে ও মেয়ে উভয়ের জন্য ত্বকের বিভিন্ন ধরণের যত্ন নেবার জন্য পন্ডস কম্পানির আলাদা আলাদা অনেক পণ্য রয়েছে। আজকে আমরা পন্ডস হোয়াইট বিউটি ক্রিম সম্পর্কে জানবো।
পন্ডস হোয়াইট বিউটি ক্রিম |
পন্ডস হোয়াইট বিউটি ক্রিম এর দাম
পন্ডস হোয়াইট বিউটি ক্রিম অনেক ধরণের ও বিভিন্ন রকম প্যাক সাইজে পাওয়া যায়। আজকে আমরা পন্ডসের ইন্ডিয়ান একটি হোয়াইট বিউটি ক্রিম এর দাম জানবো। ৩৫ গ্রাম পন্ডস হোয়াইট বিউটি ক্রিম ইন্ডিয়ান। এই প্রডাকটির দাম সহ বিস্তারিত নিম্নে দেওয়া হলো।
পন্ডস হোয়াইট বিউটি ক্রিম এর দাম |
পন্ডস হোয়াইট বিউটি ক্রিম ইন্ডিয়ান
৩৫ গ্রাম পন্ডস হোয়াইট বিউটি ক্রিম ইন্ডিয়ান এই প্রডাক্টটির মূল্য ৩০০ টাকা মতোন। নিম্নে ৩৫ গ্রাম পন্ডস হোয়াইট বিউটি ইন্ডিয়ান ক্রিমটির বিস্তারিত দেওয়া হলো।
মডেল নাম হলো হোয়াইট বিউটি অ্যান্টি স্পট ফেয়ারনেস ক্রিম। ব্র্যান্ড পন্ডস। প্রডাক্টির ওজন ৩৫ গ্রাম। এটি ত্বক উজ্জ্বল বৃদ্ধি করে। অরগানিক টাইপ কৃত্রিম। এটি পন্ডস এর ডেলি কেয়ার। এটি ধারক প্রকার কাচের পাত্র। হালকা অনুভূতি। আদর্শ ব্যবহার দিন প্রকার ক্রিম। ইউভি এর ক্ষতিকারক প্রভাবগুলি থেকে ত্বককে সুরক্ষিত করে। এটি আপনার ত্বককে উজ্জ্বল এবং সতেজ রাখে। এটি ত্বকের ভিতরের জেদী দাগ দূর করে। এটি আপনার ত্বককে পুষ্টি এবং সুরক্ষা দেয়।
পন্ডস হোয়াইট বিউটি ক্রিম ইন্ডিয়ান |
পন্ডস হোয়াইট বিউটি ডে ক্রিমের উপকারিতা
পন্ডস হোয়াইট বিউটি ডে ক্রিম এটি ব্যবহার করা হয়, ত্বককে মসৃন ও উজ্জ্বল বৃদ্ধি করতে। এই ক্রিম টি একটু লক্ষ্য করলেই দেখবেন যে সকল অ্যান্টি স্পট ফেয়ারনেস ক্রিম বলে। পন্ডস হোয়াইট বিউটি এই ক্রিম টি প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে। তবে এই ক্রিম টি সূর্যের আলো আপনার ত্বকে রিঅ্যাকশন করতে পারে না।
পন্ডস হোয়াইট বিউটি ডে ক্রিমের উপকারিতা |
পন্ডস হোয়াইট বিউটি ডে ক্রিমের অপকারিতা
এই ক্রিম টির অপকারিতে দেখা যায় না। তবে এই ক্রিম টি ব্যাবহার এর আগে মুখ সুন্দর করে পরিস্কার করে নিতে হবে। তারপর এটি ব্যাবহার করতে হবে। এই ক্রিম ব্যাবহার করে কারো কনো সমস্যা হয়েছে এমন কিছু এখনো জানা জাই নি। তবে এ সকল পণ্য আমাদের কম ব্যবহার করা উচিত। এই ক্রিম টি আমাদের দেশে সহ পৃথিবীর সকল দেশে ব্যবহার করছে। তবে আমরা খেয়াল রাখবো ডেট এক্সপায়ার ক্রিম ব্যবহার না করা। এতে তকের ক্ষতি হতে পারে।
পন্ডস হোয়াইট বিউটি ডে ক্রিমের অপকারিতা |
পন্ডস হোয়াইট বিউটি ডে ক্রিমের ব্যবহার করার নিয়ম
পন্ডস হোয়াইট বিউটি ডে ক্রিমের ব্যবহার করার নিয়ম |
আমাদের দেশে বিশেষ করে মেয়েরা পন্ডস হোয়াইট বিউটি ডে ক্রিমের ব্যবহার করে না এমন মেয়ে খুজে পাওয়া তেমন বেশি যাবে না। এই পন্ডস হোয়াইট বিউটি ডে ক্রিম টি সঠিক ভাবে ব্যবহার করার নিয়ম আজকে আপনাদের জানাবো। পন্ডস হোয়াইট বিউটি ডে ক্রিম ব্যবহার করার পূর্বে আমাদের অবস্যয় করে মুখ পরিস্কার করে নিয়ে ব্যবহার করতে হবে। আর খেয়াল রাখতে হবে যে ডেট এক্সপায়ার ক্রিম ব্যবহার করছি কি না। তাহলে পন্ডস হোয়াইট বিউটি ডে ক্রিম ব্যবহার করে আমাদের ত্বকে কনো ক্ষতি হবে না।
0 মন্তব্যসমূহ